রাজ্যের পর্যটন কেন্দ্রকে বিদেশ থেকে আসা অতিথিদের সামনে তুলে ধরার লক্ষে আগরতলা বিমানবন্দরে আনুষ্ঠানিক উদ্বোধন হল রাজ্যের পর্যটন কেন্দ্র নিরমহল ও ত্রিপুরেস্বরী মন্দিরের মডেল । এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ফিতা কেটে এই মডেলগুলির আনুষ্ঠানিক সূচনা করেন । অনুষ্ঠানে পর্যটন মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন রাজ্য সরকার ত্রিপুরাকে দরিদ্র রাজ্যের ব্যাখ্যা থেকে মুক্তি দিতে চাইছে কেননা প্রাকৃতিক সৌন্দয্যে ভরা এই রাজ্যের পর্যটন কেন্দ্রকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ায় হল সরকারের মূল লক্ষ ।