জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- রবিবার অন্যান্য বছরের ন্যায় এবছর রাজধানীর বীর বিক্রম মেমোরিয়াল কলেজে বীর বিক্রম নগর শাখার উদ্দ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এই আলোচনা সভায় মূলত ছাত্রছাত্রীদের নানা সমস্যা ও সেই সমস্যা সমাধানে কিকি করনীয় সেই বিষয়গুলি নিয়ে আলোচনা হবে বলে জানান বীর বিক্রম নগর শাখার সম্পাদক রিপন দেব। তাছাড়া এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলা শাখার তিনটি নগরের পূর্নাঙ্গ রুপ দেওয়া হবে বলেও জানান তিনি।