Site icon janatar kalam

কেন্দ্র সরকারের নয়া কৃষি আইনকে সমর্থন জানিয়ে সভা করল ভারতীয় জনতা কৃষান মোর্চা

জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- কেন্দ্র সরকার কৃষক ও ক্ষেত মজদুরদের কথা চিন্তা করে কেন্দ্রিয় সরকার সারা দেশের কৃষকদের জন্য সংসদে দুটি আইন পাশ করেন। রবিবার কেন্দ্র সরকারের সেই বিলটিকে সমর্থন জানিয়ে এক সভায় মিলিত হন রাজ্যের শ্রমজীবি ও কৃষিজীবী অংশের মানুষরা। এদিন সভা থেকে কৃষান মোর্চার একজন নেতা বক্তব্য রাখতে গিয়ে বলেন বিরোধীরা যারা রাস্তায় নেমে এই বিলের বিরোধিতা করছেন তাদের কোন লাভ হবেনা বলে, রাজ্যে এদের অস্তিত্ব যে রয়েছে তা শুধু জানান দেওয়ার জন্য রাস্তায় নেমে আন্দোলন করছে বলে অভিমত ব্যক্ত করলেন তিনি, কেননা এই মধ্য দিয়ে আগে যে মুনাফা লোটার জন্য মাঝে লোক থাকত সেটা এখন পারবে না বলেও জানান তিনি।

Exit mobile version