জনতার কলম, এিপুরা,উদয়পুর প্রতিনিধি :- উদয়পুর পুর পরিষদের উদ্যোগে মুখ্যমন্ত্রীর স্বনির্ভর যোজনা প্রকল্পের বাস্তবায়নের লক্ষ্যে আজ উদয়পুর শহরের ব্যবসায়ীদের জন্য বিশেষ অভিযানের অঙ্গ হিসেবে উদয়পুরে এক বিশেষ সচেতনতা মূলক শিবির অনুষ্ঠিত হয়. এই শিবিরের উদ্ভোদন করেন কৃষি মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় l এছাড়া অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার , সমাজ সেবক অভিষেক দেবরায়, শিল্প দপ্তরের গোমতী জেলার জেনেরাল ম্যানেজার দেবব্রত সেনগুপ্ত প্রমূখ। মূলত বেকারদের স্বনির্ভর করার লক্ষ্যেই এই যোজনা। শনিবার উদয়পুর রাজর্ষি কলাক্ষেত্রে আয়োজিত এই শিবিরে গ্রামোন্নয়ন দপ্তরে ও নগরায়ন দপ্তরের কর্তারা সাবলম্বী ঋণের বিভিন্ন দিক তুলে ধরা হয় l