Site icon janatar kalam

নারীঘটিত অপরাধের বিরুদ্ধে সোচ্চার সারা ভারত গনতান্ত্রিক নারী সমিতি

জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- সারাদেশে ও রাজ্যে ক্রমাগতভাবে বেড়ে ওঠা নারীঘটিত অপরাধের বিরুদ্ধে সোচ্চার হল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। শনিবার সারা ভারত রাজ্য বেড়ে ওঠা নারীঘটিত অপরাধের বিরুদ্ধে এক বিক্ষোভ কর্মসূচি হাতে নেয় এবং কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে বিক্ষোভ রেলির আয়োজন করেন। এ দিনের কর্মসূচি থেকে নারীনেত্রী ঝরনা দাস বৈদ্য বক্তব্য রাখতে গিয়ে উত্তরপ্রদেশের হাথরাসের ঘটনার তীব্র নিন্দা জানান এবং রাজ্য বর্তমানে প্রতিদিন যেভাবে নারীদের উপর অত্যাচার হচ্ছে এবং যে জায়গায় মেয়েরা ঘর থেকে বেরোতে পারছে না এবং ছয় বছরের একটি শিশুকে ধর্ষণের পর মেরে ফেলার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে আজকের কর্মসূচি বলে অভিমত ব্যক্ত করলেন তিনি।

Exit mobile version