Site icon janatar kalam

তিন দফা দাবির ভিত্তিতে রাজস্ব মন্ত্রীর সাথে দেখা করেন উদ্বাস্তু কমিটির নেতৃত্বরা

সবর্দলীয় পশ্চিম জেলা ও সিপাহীজলা উদ্বাস্তু কমিটির উদ্যোগে মূলত তিন দফা দাবির ভিত্তিতে বুধবার মহাকরণে রাজস্ব মন্ত্রী এন সি দেববর্মার সাথে দেখা করেন উদ্বাস্তু কমিটির নেতৃত্বরা। তাদের দাবি হল উদ্বাস্তুদের সুষ্ঠ পুনর্বাসন, উগ্রপন্থী হামলায় ফেলে আসা সম্পত্তির ক্ষতিপূরণ বাবদ ৫ লক্ষ টাকা করে অনুদান পাওয়া । মাননীয় রাজস্ব মন্ত্রী এন সি দেববর্মার কাছে এরা আবেদন রাখেন যে তাদের দাবিগুলি যেন অতিসত্তর পূরণ করে দেওয়া হয় , নাহলে এরা বৃহত্তর আন্দোলনে যাবে বলে জানান তারা ।

Exit mobile version