জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- ভারতবর্ষের দুই মহান ব্যক্তিত্ব মহাত্মা গান্ধীজী ও প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীজীর শুভ জন্মদিবস উপলক্ষে আজ ৭ রামনগর কেন্দ্রের ৩৪ নং ওয়ার্ডের দক্ষিণ রামনগর স্থিত পিইসি বাট্টা চৌমুহনীতে স্বচ্ছ ভারত অনুষ্ঠান করা হয়। আজকের স্লোগান ছিল স্বচ্ছ ভারত অভিযানে দলে দলে যোগ দিন। এদিনের অনুষ্ঠানে জাতির জনক মহাত্মা গান্ধীর স্বচ্ছ ভারত অভিযানের মধ্য দিয়ে স্বচ্ছ ভারত গড়ার যে স্বপ্ন সেটাকে বাস্তবায়িত করার শপথ নেন কর্মকর্তারা এবং এই স্বচ্ছ অভিযানের মাধ্যমে ভারতীয় জনতা পার্টি স্বচ্ছতা মধ্যে দিয়ে কাজ করছেন বলে জানান। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি তাপস দেব মহাশয়, ছিলেন হজ কমিটির চেয়ারম্যান জসীম উদ্দিন মহাশয়, ওয়ার্ড সভাপতি শুভ্রজিৎ দেবনাথ ও বুথ সভাপতি গন সহ অন্যান্য কার্যকর্তা গন।