জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- বৃহস্পতিবার রাজধানী আগরতলা মেলার মাঠস্থিত ভানু ঘোষ স্মৃতি ভবনে সিপিআইএম পশ্চিম জেলা কমিটির পক্ষ থেকে সাত দফা দাবির ভিত্তিতে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। এই দিনের বৈঠকে সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক পবিত্র কর বক্তব্য রাখতে গিয়ে বর্তমানে মহামারী পরিস্থিতিতে রাজ্যের চিকিৎসা পরিষেবার বেহাল অবস্থার কথা তুলে ধরেন এবং করোনা মহামারীতে নিহত হওয়া ব্যক্তিদের 10 লক্ষ টাকা করে দেওয়ার রাজ্য সরকারের যে ঘোষণা তা বাস্তবায়ন করা এবং করোনা রোগে হোম কোয়ারান্টিনে যারা রয়েছেন প্রতিশ্রুতি অনুসারে তাদেরকে বিনামূল্যে ঔষধ এবং আর্থিক সহায়তা প্রদানের দাবি রাখেন।