Site icon janatar kalam

মানুষ অনাহারে দিন কাটাচ্ছেন , গ্রাম পাহাড়ে কাজ নেই : টি ওয়াই এফ

বুধবার রাজধানীর মেলারমাঠস্থিত ছাত্র যুব ভবনে আয়োজিত হল উপজাতি যুব ফেডারেশন তথা টি ওয়াই এফ এর ৫৪তম প্রতিষ্ঠা দিবসের । অনুষ্ঠানে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন সংগঠনের নেতৃত্বরা। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে টি ওয়াই এফ কেন্দ্রীয় কমিটির সম্পাদক অমলেন্দু দেববর্মা বলেন বিগত ২ বছরে রাজ্যের মানুষ কাজের অভাবে অনাহারে দিন কাটাচ্ছেন , কেননা গ্রাম পাহাড়ে কাজ নেই , পাট্টা প্রাপক ও জুমিয়াদের চাষ করার কোন সুবিধা নেই সারের মূল্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে , পাশাপাশি তিনি আরও জানান কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তর যেখানে শূন্যপদের সংখ্যা বেশি বেকার যুবক যুবতীদের কাজ পাওয়ার সুযোগ ছিল সেখানে সরকার কর্মচারী নিয়োগের ক্ষেত্রে কোন হেলদোল নেয় , আর থাকলেও সেখানে উপজাতিরা সুযোগ পাবে না কারণ তাদের জন্য যে সুরক্ষিত আসন ছিল সেটা থাকবেনা ফলে এরা সুযোগ পাবে না । ঠিক একইরকম ভাবে রাজ্যে সরকারের মনোভাবও কেন্দ্রীয় সরকারের মত পরিলক্ষিত হচ্ছে বলে জানান তিনি

Exit mobile version