Site icon janatar kalam

নেশায় আসক্ত এক ভবঘুরের ত্রিশুলের আঘাতে আহত এক শিক্ষক

জনতার কলম প্রতিনিধি, ত্রিপুরা, আগরতলাঃ- ত্রিশূলের আঘাতে গুরুতর ভাবে জখম একজন শিক্ষক। আশংকাজনক অবস্থায় বর্তমানে তিনি ILS হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঘটনা সিপাহীজলা জেলার বকসনগর এলাকায়। আহত শিক্ষকের নাম বিশ্বেন্দু শর্মা। বাড়ি ইন্দ্রনগর এলাকায়। ঘটনা সূত্রে জানা যায় জনৈক এক নেশায় আসক্ত থাকা ভবঘুরে যে নাকি পথে সবসময় হাতে একটি ত্রিশুল নিয়ে চলাফেরা করতে দেখা যায় সেই ভবঘুরের ত্রিশুলের আঘাতে আহত হন তিনি। এই ঘটনার পর পুলিশ ভবঘুরেটিকে আটক করে থানায় নিয়ে যায় বলে জানা যায়, এবং আগামী দিনে যেন এ ধরনের ঘটনা যাতে না ঘটে প্রশাসনকে সেদিকে নজর দেওয়ার আবেদন রাখেন।

Exit mobile version