বুধবার রাজধানীর মহাকরণ কনফারেন্স হলে মুখ্যমন্ত্রীর হাত ধরে সূচনা হল ভারতবর্ষের উত্তর-পূর্বাঞ্চলে চাষের উপযোগী উচ্চ ফলনশীল হাইব্রিড রাবার চারার । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, রাবার বোর্ডের চেয়ারম্যান ড: সাবাড় ধানানিয়া ও বোর্ডের অন্যন্য কর্মকর্তারা । এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে জানান যে ত্রিপুরা রাবার উৎপাদনে দেশের দ্বিতীয় স্থানে রয়েছে , রাজ্যের রাবার বহিঃরাজ্যে রপ্তানি করে প্রায় ১৪০০ কোটি টাকার মত মুনাফা হয় বলে জানান । পাশাপাশি তিনি আরও বলেন এই ১৪০০ কোটি টাকাকে তিন বছরে কিভাবে তিনগুন করা যায় সে বিষয়ে লক্ষ রাখছেন তিনি, এরপর রাজ্যের রাবার সিটের কুয়ালিটির উপর জোর দেন তিনি। তিনি আরো বলেন রাজ্যে যাতে রাবার চাষ বেশি হয় তারই জন্যে রাজ্যে নতুন রাবার চাড়া আর আর ১৪২৯ এর সূচনা , আর এই চাড়া গাছ শীতের মধ্যে ও ফলন দিতে সক্ষম বলে জানান।