Site icon janatar kalam

বিভিন্ন দাবীদাওয়া নিয়ে মাঠে নামছে সি আই টি ইউ

জনতার কলম প্রতিনিধি, ত্রিপুরা, আগরতলাঃ- বর্তমান সরকারের বাতিল করা ৫০ হাজার ভাতা প্রাপ্যকারীকে নোটিশ প্রদান করে আত্মসমর্পণ করার সুযোগ দেওয়া, চাকরিচ্যুত ১০,৩২৩ শিক্ষকদের সাথে রাজ্য মুখ্যমন্ত্রী বসে স্থায়ী সমাধানের ব্যবস্থা করা সহ একাধিক দাবিতে সি আই টি ইউ রাজ্য কমিটি আগামী ১ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত রাস্তায় নেমে আন্দোলন করার কর্মসূচী হাতে নিয়েছে। মঙ্গলবার অফিস লেনস্থিত সিআইটিইউ কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান সি আই টি ইউ রাজ্য সভাপতি মানিক দে। তিনি আরো জানান, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে বেসরকারি বিমা সংস্থাদের হাতে তুলে দিচ্ছে সরকার। বর্তমান করোনা পরিস্থিতিতে অন্যান্য চিকিৎসা পরিষেবার পরিকাঠামো একপ্রকার ভেঙে গিয়েছে বলা যায়। রোগীরা চিকিৎসার অভাবে ভুগছে। সরকার পর্যাপ্ত চিকিৎসক নিয়োগের উদ্যোগ নেই। সরকার পুরোপুরি উদাসীনতার ভূমিকা পালন করে চলেছে বলে তিনি অভিযোগ তোলেন। জীবনদায়ী ওষুধের মূল্য বেড়ে চলেছে। সরকারের কোনরকম নিয়ন্ত্রণে নেই। তাই এনএইচপি বাতিলের দাবিতে সারা দেশব্যাপী সিআইটিইউ আগামী কিছুদিনের মধ্যেই রাস্তায় নামবে বলে জানান তিনি।

Exit mobile version