Site icon janatar kalam

কথা দিয়ে কথা রাখলেন মানুষের বিধায়ক রাম প্রসাদ পাল

জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা, আগরতলাঃ- এলাকাবাসী দীর্ঘদিনের দাবির বাস্তবায়ন। এই জায়গায় বাজার শেড নির্মাণের দাবি বিগত সরকারের আমলে উঠলেও রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ডুকলি আর ডি ব্লকের অধীন 18 সূর্যমনি নগর বিধানসভা কেন্দ্রের আনন্দবাজারের নতুন বাজার স্যাড উদ্বোধন হল বিধায়ক রামপ্রসাদ পালের হাত ধরে। এই বাজার শেডটি ব্লক চেয়ারম্যান অজয় কুমার দাস ৬০ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করান সাধারণ এবং এদিন বিধায়ক রামপসাদ পাল বক্তব্য রাখতে গিয়ে এই বাজার সেট নির্মাণের ফলে মাছ মাংস ও শুকনো মাছ ব্যবসায়ীদের ক্ষেত্রে লাভজনক হবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

Exit mobile version