জনতার কলম, এিপুরা,উদয়পুর প্রতিনিধি… কৃষকদের স্বার্থে কেন্দ্রীয় সরকার কৃষি বিল পাশ করানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় কৃষি মন্ত্রী এবং কেন্দ্রীয় সরকার কে ধন্যবাদ জানিয়ে রবিবার বিকেলে বিজেপি কিষান মোর্চা গোমতী জেলার উদ্যোগে ব্রম্মাবাড়ি স্থিত বিজেপি গোমতী জেলা কার্যালয়ের সামনে একা সভার আয়োজন করে। এই ধন্যবাদ সূচক সভায় উপস্থিত ছিলেন কৃষি পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, কিষান মোর্চার প্রদেশ সভাপতি জওহর সাহা, বিজেপি গোমতী জেলা সভাপতি অভিষেক দেবরায়, কিষান মোর্চার গোমতী জেলা সভাপতি তাপস দাস, বিজেপি রাধাকিশোরপুর মন্ডল সভাপতি প্রবীর দাস। সভায় বিজেপি দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিলো লক্ষ্যণীয়।সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, কৃষি বিল সম্পর্কে জনগনকে আশ্বস্ত করতে চাই যে কৃষিতে ন্যূনতন সহায়ক মূল্য উঠে যাচ্ছে না এবং কৃষকরা ফসলের ন্যায্য মূল্য পাবে না এটা সম্পূর্ণ বিভ্রান্তমূলক,তাছাড়া সরকারও চাষীদের থেকে কেনা বন্ধ করবে না। এই কৃষি সংস্কারের ফলে চাষীরা স্বাধীনতা পাবেন।