জনতার কলম, ত্রিপুরা, আগরতলা, প্রতিনিধি :-কংগ্রেসের ডাকা ১২ ঘন্টা বন্ধের আংশিক প্রভাব পরল আগরতলা শহরে । এদিন শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল আবার একটা অংশের দোকানপাট বন্ধ ছিল। ঠিক একই রকমভাবে রাস্তাঘাটে যান চলাচল করলেও সেটা নিত্য দিনের তুলনায় অনেকটাই কম। তবে অফিস-আদালত ছিল স্বাভাবিক। আগরতলা শহরের উপরে থাকা অধিকাংশ ব্যাংকই এদিন খোলা ছিল। এদিকে কংগ্রেস দলের পক্ষ থেকে শহরে পিকেটিং করা হয় কিন্তু পিকেটিংয়ে বের হওয়া মাত্রই কংগ্রেস নেতা কর্মীদের গ্রেফতার করে পুলিশ প্রশাসনের আধিকারিকরা। প্রাক্তন বিধায়ক সুবল ভৌমিক , প্রাক্তন NSUI সভাপতি মুজিবুর ইসলাম মজুমদার এবং NSUI রাজ্য সভাপতি রাকেশ দাস কে গ্রেপ্তার করা হয়.
এক সাক্ষাৎকারে কংগ্রেস এর রাজ্য সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস জানান মানুষ এই বন্ধকে স্বতঃস্ফূর্তভাবে মেনে নিয়েছেন তাই কংগ্রেস দলের পক্ষ থেকে তিনি ধন্যবাদ জানান সকলকে।
অপরদিকে পুলিশ প্রশাসনের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার মানিক দাস জানান এখনো পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর নেই সব জায়গাতেই পরিস্থিতি ছিল স্বাভাবিক। অপরদিকে ত্রিপুরার বিজেপি নেতা দাবি করেছেন যে সোমবার নগরীতে কংগ্রেস-স্পনসরিত লোকজন “প্রত্যাখ্যান” হয়েছিল