Site icon janatar kalam

বরিষ্ঠ সাংবাদিক পবন পোদ্দারের মৃত্যুতে শোকাহত সংবাদজগৎ

জনতার কলম, এিপুরা,তেলিয়ামুড়া প্রতিনিধি :- না ফেরার দেশেই চলে গেলেন তেলিয়ামুড়ার প্রাক্তন শিক্ষক তথা খোয়াই জেলার বরিষ্ঠ সাংবাদিক এবং তেলিয়ামুড়া মহকুমা কমিটির প্রেস ক্লাবের সভাপতি তথা ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের খোয়াই জেলার সভাপতি ও রাজ্য কমিটির সদস্য পবন পোদ্দার । আজ তথা শুক্রবার সকাল আনুমানিক প্রায় ৯ টা ২০ মিনিট নাগাদ হূদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বরিষ্ঠ সাংবাদিক পবন পোদ্দার । মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক পুত্র সন্তান সহ বহু গুণমুগ্ধ আত্মীয় পরিজনদের রেখে গেছেন । জানা যায়, উনি প্রায় ১৭-১৮ দিন ধরে জ্বর, ও কাশি সহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন । সেইমতো চিকিৎসকের পরামর্শ নিয়ে নিজ বাড়িতেই ছিলেন তিনি । কিন্তু ওনার অবস্থার তেমন উন্নতি ঘটে নি চিকিৎসায় । আজ তথা শুক্রবার সকাল ৯ টা ২০ মিনিট নাগাদ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি । পরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা উনার নিজ বাড়িতে গিয়ে অ্যান্টিজেন টেস্ট করান,এবং রিপোর্ট আসে নেগেটিভ । ওনার অকাল প্রয়াণে তেলিয়ামুড়া মহকুমা এবং খোয়াই জেলার সংবাদ জগতের কর্মীরা গভীরভাবে শোকাহত ।উল্লেখ্য, দৈনিক সংবাদের তেলিয়ামুড়ার প্রয়াত সাংবাদিক দীর্ঘ প্রায় ৪২ বছর ধরে সংবাদ জগতের সাথে উতপ্রোতভাবে জড়িত ছিলেন । কোন কোন সময় খোয়াই জেলার বিভিন্ন সংবাদকর্মীদের অভিভাবক হিসেবেও কাজ করতেন সংবাদের স্বার্থে । উনার মৃত্যুর ফলে আজ যেন সবকিছুই এলোমেলো হয়ে গেল । পরবর্তী সময়ে উনার মৃতদেহ নিজ বাড়ি থেকে তেলিয়ামুড়া মহকুমা প্রেসক্লাবের সামনে আনা হলে তেলিয়ামুড়া মহকুমা প্রেস ক্লাবের সম্পাদক ও ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের খোয়াই জেলার অন্যান্য সদস্য ও ত্রিপুরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যরা পুষ্পস্তবক দিয়ে শেষ শ্রদ্ধা জানান প্রয়াত সাংবাদিক পবন পোদ্দার মহাশয়কে । পরে উনার মৃত্যুর খবর শুনে তেলিয়ামুড়া পুর পরিষদের পৌর পিতা নীতিন কুমার সাহা, প্রেসক্লাবের সম্পাদক পার্থসারথি রায়, সিপিআইএম তেলিয়ামুড়া অঞ্চল কমিটির সম্পাদক সুবীর সেন সহ এক প্রতিনিধিদল উনার পরিবারের প্রতি সমবেদনা জানান এবং পৃথক পৃথক ভাবে দুঃখ প্রকাশ করেন । এইদিন তেলিয়ামুড়া মহকুমা প্লেস ক্লাবে প্রয়াত বরিষ্ঠ সাংবাদিক পবন পোদ্দারকে ফুল বুক ও পুষ্পস্তবক দিয়ে সাংবাদিকরা শেষ শ্রদ্ধা জানান । এইদিন তেলিয়ামুড়া মহকুমা শাসক ভাস্বর ভট্টাচার্য্য ও তেলিয়ামুড়া থানার ওসি স্বপন দেববর্মা পুষ্পস্তবক দিয়ে শেষ শ্রদ্ধা জানান । এছাড়াও যুব কংগ্রেসের পক্ষ থেকে যুব কংগ্রেসের খোয়াই জেলা কমিটির সভাপতি অনির্বাণ সরকার সহ এক প্রতিনিধি দল পুষ্পস্তবক দিয়ে শেষ শ্রদ্ধা জানান ওনাকে । তেলিয়ামুড়া পুর পরিষদের পক্ষ থেকেও ওনাকে ফুলমালা দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয় । এইদিন জার্নালিস্ট ইউনিয়নের পক্ষ থেকে জেলা কমিটি ও তেলিয়ামুড়া মহকুমা কমিটির পক্ষে উপস্থিত ছিলেন নতুন কমিটির সম্পাদক ব্রতীন ভট্টচার্য, সভাপতি গয়া চন্দ্র সূত্রধর, উপদেষ্টা কমিটির সদস্য পার্থ রায় এবং প্রেসক্লাবের পক্ষ থেকে সম্পাদক পার্থসারথি রায় সহ সজল দেব । সকাল থেকে একটি বাইক রেলির মাধ্যমে শববাহী গাড়ি করে তেলিয়ামুড়া মহাশ্মশানে নিয়ে গিয়ে উপস্থিত থেকে ওনার শেষকৃত্য সম্পন্ন করা হয় । উনার হঠাৎ মৃত্যুতে শোকাহত তেলিয়ামুড়া খোয়াই জেলার সাংবাদিক মহল । শোকাহত সমগ্র তেলিয়ামুড়াবাসী ‌।।

Exit mobile version