জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বুধবারও জিবি কোভিড হাসপাতালের বিভিন্ন পরিস্থিতি খতিয়ে দেখলেন রোগী কল্যান সমিতির চেয়ারম্যান তথা সাংসদ প্রতিমা ভৌমিক। করোনা সংক্রমিত রোগীদের সংখ্যা ক্রমশই বৃদ্ধি পাবার কারনে হাসপাতালে পরিষেবা প্রদান নিয়ে কিছুটা সমস্যা তৈরী হয়েছে। যেমন স্বাস্থ্যকর্মীদের ব্যবহৃত কীট সহ বিভিন্ন সামগ্রী যেভাবে পড়ে থাকতো সেগুলি যাতে নিরাপদ ভাবে রাখা যায় তার জন্য ডাস্টবিনের ব্যাবস্থা করা হয়েছে। সাংসদ প্রতিমা ভৌমিক এবং জেলা শাসক দায়িত্ব নিয়ে এই সব বিষয় প্রত্যক্ষ করেন বুধবার। জানান পরিষেবা দিতে গেয়ে যাতে কোন ধরনের সমস্যা তৈরী না হয় সেই ব্যাবস্থা করা হয়েছে।