Site icon janatar kalam

আয়োজিত হল ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এস সি শাখার উদ্যোগে সেভ কনস্টিটিউশন সেভ ইন্ডিয়া নামক একটি সেমিনার

মঙ্গলবার টিবি কনফারেন্স হলে আয়োজিত হল ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এস সি শাখার উদ্যোগে সেভ কনস্টিটিউশন সেভ ইন্ডিয়া নামক একটি সেমিনারের। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ত্রিপুরা ও আসামের কংগ্রেস প্রভারি অক্ষয় কুমার মোরিয়া। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন বর্তমান কেন্দ্রীয় সরকার এস সি , এস টি, ওবিসি ফ্যাসিলিটির বিরুদ্ধে যে নির্নয় গ্রহণ করেছে তাতে সমাজের হৃদপিন্ড ভেঙে যাবে , কংগ্রেস এই ফ্যাসিলিটি রক্ষা করবে এবং এর জন্য যদি প্রয়োজন হয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামবে কিন্তু কেন্দ্রীয় সরকারকে তাদের লক্ষে সফল হতে দেবে না বলে জানান।

Exit mobile version