Site icon janatar kalam

এইবার করোনা ভাইরাস থাবা বসালো তেলিয়ামুড়ার স্টেট ব্যাংকে

জনতার কলম,ত্রিপুরা,তেলিয়ামুড়া প্রতিনিধি :- বর্তমানে রাজ্যে করোনা সংক্রমণের গ্রাফ চলছে ঊর্ধ্বমুখী । এইবার করোনা ভাইরাস থাবা বসালো তেলিয়ামুড়ার স্টেট ব্যাংকে । উল্লেখ্য, তেলিয়ামুড়ার স্টেট ব্যাঙ্কের দুই জন কর্মরত সরকারী কর্মচারী গতকাল অর্থাৎ মঙ্গলবার শারীরিক অসুস্থতা বোধ করায় তাদেরকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে গিয়ে অ্যান্টিজেন টেস্ট করালে আজ তথা বুধবার সকাল নাগাদ তাদের রিপোর্ট পজিটিভ আসে । তবে সেই খবর আসার সাথে সাথেই আজ তথা বুধবার তেলিয়ামুড়া স্টেট ব্যাঙ্কের ব্রাঞ্চ ম্যানেজার সহ সকল স্টাফদের এন্টিজেন টেস্ট করানোর জন্য তেলিয়ামুড়া হাসপাতালে যায় তেলিয়ামুড়া স্টেট ব্যাঙ্কের মোট ১৮ জন স্টাফ । পরবর্তীতে এই ১৮ জনের মধ্যে এন্টিজেন টেস্টে মোট ৬ জনের রিপোর্ট পজেটিভ আসে বলে হাসপাতাল সূত্রে জানা যায় । উল্লেখ্য, বর্তমানে তেলিয়ামুড়া স্টেট ব্যাংকের ব্রাঞ্চ বন্ধ রাখা হয়েছে তার জন্য গ্রাহকরা এক প্রকার বিপাকেও পড়েছে । অন্যদিকে আজ বুধবার তেলিয়ামুড়া স্টেট ব্যাংক পুরোপুরিভাবে স্যানিটাইজার করা হবে বলেও সূত্রে জানা যায় । তেলিয়ামুড়া স্টেট ব্যাংকে স্টাফদের মধ্যে করোনা আক্রান্তের খবর তেলিয়ামুড়া এলাকা জুড়ে ছড়িয়ে পড়তেই জনগণের মধ্যে একপ্রকার আতঙ্ক বিরাজ করছে ।।

Exit mobile version