Site icon janatar kalam

আগামীকাল থেকে আন্দোলনে যাচ্ছেন জাস্টিস ফর 10323 কমিটি

জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- আগামী 10 তারিখ থেকে 3 দিন ব্যাপী ক্ষমলুর এর সদর দপ্তরের সামনে তিনদিনের ধর্মঘটের ডাক দিলেন 10323 ভিকটিমইজ শিক্ষক-শিক্ষিকারা। বুধবার আগরতলার প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে জাস্টিস ফর 10323 শিক্ষকরা এই দাবি তুলে ধরেন। বিগত পাঁচ মাসের অধিক সময় ধরে 10323 শিক্ষক রা সমস্যার সম্মুখীন হয়ে দিনযাপন করছেন তাদের চাকরি যাওয়ার পর তাদের মধ্যেই কোন কোন শিক্ষকরা মদের দোকান থেকে শুরু করে চায়ের দোকান খুলে বসেন একমাত্র উপার্জনের জন্য তার পরে ও সরকার তাদের জন্য কিছু করছে না। 10323 শিক্ষক কর্মচারী সংগঠন কে উচ্চ আদালত থেকে রায় ঘোষণা করেছিলেন রাজ্য সরকার ইচ্ছা করলে তাদেরকে চাকরি দিতে পারেন কিন্তু বর্তমান সরকার নির্বাচনের আগে থেকেই যে প্রতিশ্রুতি গুলো দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি একটাও পালন করেননি তাই এবার নিজেদের দাবি আদায়ের লক্ষ্যে ডেপুটেশনের নামতে বাধ্য হলেন 10323 শিক্ষকরা। 10323 শিক্ষকরা তাদের চাকরি আদায়ের লক্ষ্যে গণ ডেপুটেশন থেকে শুরু করে গণনা এমনকি রাস্তা অবরোধ পর্যন্ত করে চলছেন কিন্তু রাজ্য সরকার কোন কাজ করছেন না আর তাতেই বোঝা বুঝা যায় বিধানসভা নির্বাচনের আগে বিজিপি আইপিএফটি জোট শরিক দল যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলো পুরোপুরি মিথ্যে এমনটাই বলছে 10323 শিক্ষক শিক্ষিকা রা

Exit mobile version