জনতার কলম প্রতিনি ধি ত্রিপুরা আগরতলাঃ- বুধবার পশ্চিম জেলা ও সিপাহী জলা জেলার উদ্বাস্তু উন্নয়ন কমিটি পশ্চিম জেলা জেলাশাসকের নিকট ডেপুটেশনে মিলিত হন। এদিন বক্তব্য রাখতে গিয়ে ডেপুটেশনের মূল বিষয়বস্তু তুলে ধরেন উদ্বাস্তু কমিটির এক কর্মকর্তা তিনি জানান বিগত বামফ্রন্ট সরকারের আমলে উদ্বাস্তু ২২৩ পরিবারকে ৪টি কলোনিতে জায়গা দেওয়া হয়েছিল। কিন্তু নজরে এসেছে এরমধ্যে কতিপয় কিছু এপিএল পরিবার সব ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে, তারই পরিপ্রেক্ষিতে আজ জেলাশাসকের দ্বারস্থ উদ্বাস্তুরা। তাদের বক্তব্য যখন উগ্রপন্থীরা তাদেরকে মেরেছিল তখন তো তাদের মধ্যে কেউ এপিএল বিপিএল ছিলনা তো এখন কেন? এই প্রশ্নের জবাবে উদ্বাস্তুদের জন্য প্রশাসন কী ভূমিকা নেই সেটাই এখন দেখার।