Site icon janatar kalam

শিক্ষককে স্কুলে পুনরায় বহালের দাবিতে ধর্নায় এলাকাবাসী

জনতার কলম,ত্রিপুরা,কাঞ্চনপুর প্রতিনিধি:- কাঞ্চনপুর মহাকুমার জয়শ্রী ধনঞ্জয় পাড়া এস বি স্কুলের শিক্ষক শান্তি মল্লিক উনার বাড়ি তেলিয়ামুড়া । বেশ কয়েক বছর ধরে উনি ওই স্কুলে ছিলেন। ধনঞ্জয় পাড়া এস বি স্কুল টি টি এ এ ডি সি শিক্ষা দপ্তরের অধীনে । বাম জমানায় ওনার বদলির অর্ডার বের হয়েছিল । ধনঞ্জয় পাড়া থেকে খেদাছড়া খুমলুং এস বি স্কুলে। কিন্তু অর্ডারটি শিক্ষকের হাতে এসে পৌঁছয়নি। এই কয়েকদিনের মধ্যে অর্ডারটি শিক্ষক শান্তি মল্লিকের হাতে শিক্ষা দপ্তর হইতে পৌঁছে দিয়েছে ।এখন ঐ শিক্ষক যাতে পুনরায় ধনঞ্জয় পাড়া এস বি স্কুলে বহাল থাকে তাই এলাকাবাসী এবং এসেনসিয়াল কমিটি আজ এডিসি শিক্ষা দপ্তরের সামনে কোভিড নাইনটিন ডিসটেন্স বজায় রেখে ডেপুটেশন ও ধরনায় বসেছেন। তাদের বক্তব্য ওই শিক্ষককে ঐ স্কুলে দিতে হবে নাইলে শিক্ষকের বাড়ির আশেপাশে যে কোন স্কুলে দিতে হবে । সংবাদ লেখা পর্যন্ত জানা যায় আইএস সাইনাত চাকমা বলেন এলাকাবাসীদের কে তাদের লিখিত শিক্ষা দপ্তরের উর্ধত কতৃপক্ষ্যের কাছে পৌঁছে দিবেন । এবং এই মাসের 20 তারিখের মধ্যে একটা রেজাল্ট পেয়ে যাবেন বলে আশ্বাস দেন এলাকাবাসীদের ।

Exit mobile version