Site icon janatar kalam

৪ কুখ্যাত চোর কে আটক করল মধুপুর থানার পুলিশ

জনতার কলম,ত্রিপুরা, বিশালগড়,প্রতিনিধি:- বিশালগড় মহাকুমার মধুপুর থানা গোপন খবরের ভিত্তিতে ৪ কুখ্যাত চোর কে আটক করল কমলাসাগর মিয়াপাড়া থেকে।
নাম বিল্লাল মিয়া বয়স ৩৯ সুলমেন মিয়া বয়স ২৯ নন্দলাল সবর বয়স ৩৫ বুরখান উদ্দিন বয়স ২৮ তারা উভয়ের বাড়ি কমলাসাগর মিয়াপাড়া তে। ঘটনার বিবরণে জানা যায় দীর্ঘদিন যাবৎ তাদের সম্পর্কে মধুপুর থানায় চুরি ছিনতাইবাজ এর অভিযোগ ছিল। তাই গতকাল গভীর রাতে মধুপুর থানার ওসি তাপস দাসের নেতৃত্বে বিশাল টিএসআর বাহিনী নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়। পরবর্তী সময়ে রোজ শনিবার দুপুর ১২ টায় অভিযুক্ত ৪ যুবককে বিশালগড় মহকুমা আদালতে তুলে দেওয়া হয়।

Exit mobile version