Site icon janatar kalam

১২ ঘন্টা ত্রিপুরা বন্ধের সমর্থনে তেলিয়ামুড়া কংগ্রেসের কর্মী সম্মেলন

জনতার কলম,ত্রিপুরা,তেলিয়ামুড়া প্রতিনিধি :- আগামী ৮-ই সেপ্টেম্বর ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের ১৭ টি শাখা সংগঠনের ডাকা ১২ ঘন্টা ত্রিপুরা বন্ধের সমর্থনে আজ শনিবার দুপুর ১২ টা নাগাদ তেলিয়ামুড়ার শান্তিনগরস্থিত কংগ্রেস ভবনে একটি কর্মী সম্মেলন করা হয় । উক্ত এই কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী বীরজিৎ সিন্হা । এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি সুশান্ত চক্রবর্তী সহ কংগ্রেস সেবাদলের অন্যান্য নেতৃবৃন্দরা । আজকের এই সভা থেকে আগামী ৮-ই সেপ্টেম্বর ত্রিপুরা বন্ধের সমর্থনের আহ্বান করেন । অন্যদিকে প্রাক্তন মন্ত্রী বীরজিৎ সিনহা আজ তথা শনিবার কর্মী সম্মেলনকে কেন্দ্র করে তেলিয়ামুড়া কংগ্রেস ভবন থেকে ঢাক-ঢোল পিটিয়ে প্রচার করা হলেও হাতেগোনা সাত থেকে আটজন কর্মী-সমর্থকদের নিয়ে তেলিয়ামুড়া কংগ্রেস ভবনে সভা করেন বীরজিৎ সিনহা । তৎসঙ্গে এই সভা করে উনি উনার অস্তিত্বও জানান দিতে চাইছেন । যেই জায়গায় দাঁড়িয়ে এই করোনা মহামারী পরিস্থিতিতে শ্রমিক অংশের মানুষের বর্তমানে “নুন আনতে পান্তা ফুরায়” অবস্থা সেই জায়গায় দাঁড়িয়ে প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি বীরজিৎ সিনহা-র ডাকা ১২ ঘন্টা ত্রিপুরা বন্ধকে কেন্দ্র করে জনমনে একপ্রকার ক্ষোভ বিরাজ করছে । তার পাশাপাশি ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ বিশ্বাস সাংবাদিক সম্মেলন করে বলেছেন, এই ত্রিপুরা বন্ধ ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সমর্থন করেন না । উনার এই স্পষ্ট বার্তার পরেও বীরজিৎ বাবু উনার কিছু সাঙ্গ-পাঙ্গদের নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় ঘুরে বন্ধের প্রচার করলেও সেইরকম কোন সাড়া পাওয়া যাচ্ছে না । ফলশ্রুতি হিসেবে এক প্রকার কংগ্রেসের গোষ্ঠী কোন্দল আবারও প্রকাশ্যে চলে আসলো । কারণঃ বন্ধকে কেন্দ্র করে রাজ্যস্তরে নানা নাটক মঞ্চস্থ উপস্থাপিত হতে চলেছে প্রতিনিয়তই । যে জায়গায় দাঁড়িয়ে বর্তমান ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বলছেন এই বন্ধ মানছেন না, সেই জায়গায় দাঁড়িয়ে অন্যদিকে প্রাক্তন মন্ত্রী বীরজিৎ সিনহা বাবু তার কিছু সাঙ্গপাঙ্গদের নিয়ে কংগ্রেস কর্মীদের দোয়ারে দোয়ারে ঘুরছেন আগামী ৮-ই সেপ্টেম্বর ১২ ঘন্টার এই ত্রিপুরা বন্ধ কে সমর্থন করার জন্য । ফলে এক প্রকার “হাস্যকর পরিবেশ” সৃষ্টি হয়েছে গোটা তেলিয়ামুড়া মহকুমা এলাকা জুড়ে । আজ অর্থাৎ শনিবার তেলিয়ামুড়া কংগ্রেস ভবনেও একই চিত্র ফুটে উঠল কংগ্রেসের “গুষ্টি কোন্দলের জেরবার” । অন্যদিকে আসন্ন আগামী ৮-ই সেপ্টেম্বর তেলিয়ামুড়া এলাকায় মঙ্গলবার সাপ্তাহিক বাজার বন্ধ থাকবে । এই সাপ্তাহিক বন্ধে এমনিতেই তেলিয়ামুড়ায় ওই দিন কোন লোকজন খুব একটা বাড়ি থেকে বের হয়ে বাজারে আসবে না । এখন দেখার বিষয় আগামী ৮-ই সেপ্টেম্বর আদৌ কী এই ত্রিপুরা বন্ধ জনগণ সমর্থন করবে কি না !!!

Exit mobile version