Site icon janatar kalam

পেট্রোল পাম্পের লাইসেন্স দেওয়ার প্রতারণার দায়ে আটক 3 প্রতারক

জনতার কলম প্রতিনি ধি ত্রিপুরা আগরতলাঃ- রাজ্য সাধারণ জনগণকে বেশি অর্থ লাভের প্রলোভন দেখিয়ে প্রতারণার ফাঁদে ফেলার ঘটনা নতুন কিছু নয়। এমনই এক প্রতারণার চক্র ফেলা হয়েছিল রাজ্যে। বি বি সি এল নামক প্রতিষ্ঠিত বেসরকারি সংস্থার নাম নিয়ে রাজ্যের সাধারণ জনগণকে যদি নিজস্ব জায়গা থাকে তাহলে তাদেরকে পেট্রোল পাম্প ও ব্যবসার ক্ষেত্রে প্রযোজ্য নানান সংস্থা স্থাপনের ক্ষেত্রে সাহায্য করে দেবে এবং এর জন্য কিছু অর্থ ও দাবি করেন প্রতারকরা। কিন্তু কর্তৃপক্ষের দাবি বি বি সি এল নামক যে বেসরকারি সংস্থার নাম করে নানান সংস্থা স্থাপনে সাহায্যের যোগান দেবে বলেছিল প্রতারকরা সেই সংস্থা সেই সাহায্যের বিনিময়ে কোন কিছু নেন না বলে জানান। আজ রাজধানীর পূর্ব থানার পুলিশ প্রতারণার দায়ে তিনজন প্রতারককে আটক করে এবং তাদের সাথে আরো অন্য কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে তদন্ত চালাচ্ছেন বলে জানালেন পূর্ব থানার পুলিশ আধিকারিক।

Exit mobile version