জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- যাদের হাত ধরে সমাজের ছাত্র-ছাত্রীরা নিজেদের জীবনে প্রতিষ্ঠিত হয় আজ তারাই ৫ সেপ্টেম্বর মহান শিক্ষক দিবসের পূর্ণ লগ্নে রাস্তায় নেমেছেন এর চাইতে বেদনাদায়ক কি হতে পারে বলে শুভবুদ্ধি অংশে মানুষদের মধ্যে এমনই প্রশ্ন ছুড়লেন কমল সাহা। নিজেদের ন্যায্য দাবী নিয়ে আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনের পরে রাস্তায় নেমে মৌন সভায় মিলিত হন ১০৩২৩ এড-হক শিক্ষক পে কর্মচারী সংগঠনের শিক্ষক কর্মচারীরা। আজ সেই মৌন সভা থেকে রাজ্য সরকারের প্রতি আবেদন রাখেন সুপ্রিম কোর্টের গাইড লাউন অনুযায়ী তাদের জন্য অতি সত্বর বিকল্প ব্যবস্থা করার।