Site icon janatar kalam

পাচ দফা দাবিতে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকের দ্বারস্থ হল দপ্তরের অনিয়মিত কর্মীরা

জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- পাঁচ দফা দাবির ভিত্তিতে স্বাস্থ্য দপ্তরের আধিকারিক এর নিকট ডেপুটেশনে মিলিত হল স্বাস্থ্য দপ্তরের অনিয়মিত কর্মচারীরা। দাবিগুলোর মধ্যে অন্যতম হলো যে সমস্ত অনিয়মিত কর্মচারীরা চাকরিরত অবস্থায় মারা গিয়েছেন তাদের পরিবারের একজনকে চাকরি প্রদান করা এবং যারা কাজ করে খালি হাতে বাড়ি ফিরে গিয়েছেন তাদেরকে চিহ্নিত করে এককালীন আর্থিক সুযোগ-সুবিধা প্রদান করা দাবি রাখেন। তাছাড়া বর্তমানে রাজ্যে রাষ্ট্রবাদি সরকার প্রতিষ্ঠিত থাকার পরও রাজ্যের সাধারণ মানুষের উপর এধরণের পেটে আঘাত আনা কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন দপ্তরের আমলারা তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আবেদন জানালেন কর্মচারীরা।

Exit mobile version