Site icon janatar kalam

পনের দায়ে প্রাণ হারালো এক গৃহবধূ

আবারও পনের দায়ে নির্যাতনের শিকার এক গৃহবধূ। ঘটনা রাজধানীর নারায়নপুর এলাকায় । খবর পেয়ে দক্ষিণ জয়নগর গৃহবধূটির বাড়িতে ছুটে যায় রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী। ঘটনা সূত্রে জানা যায় গত ৭ মাসে আগে বিয়ে হয় মৃতা গৃহবধূ দীপা দাসের । এলাকাবাসীরা জানান বিয়ের সময় নাকি বরের পক্ষ থেকে পনের দাবি ছিল সঙ্গে কিছু মোটা অংকের নগদও, মৃতার পরিবারের পক্ষ থেকে সমস্ত রকমের পন দেওয়ার পরেও গৃহবধূটির উপর প্রায়ই নির্যাতন চলতো বলে । পাশাপাশি রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী ঘটনাটির তীব্র নিন্দা জানিয়েছেন এবং মৃতার জামাই যদি দোষী প্রমাণিত হয় তাহলে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আশ্বাস দেন তিনি ।

Exit mobile version