Site icon janatar kalam

শ্বশুরবাড়ি থেকে নিখোঁজ রাজিব লস্কর নামে 31 বছরের এক যুবক ঘটনা কলমছৌড়া থানাধীন বেলুয়ারচর এলাকাতে

জনতার কলম, এিপুরা,বিশালগড়, প্রতিনিধি :- রানির বাজার এলাকার যুবক রাজিব লস্করের সাথে বেলুয়ারচর এলাকার গীতা লস্করের গত 10 বছর আগে বিয়ে হয় সামাজিকভাবে এবং তাদের একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। জানা যায় বেশ কিছুদিন ধরে গীতা লস্করের সাথে ওই এলাকার এক যুবক শিপন দাস এর সাথে অবৈধভাবে সম্পর্ক শুরু হয় এবং তাদের অবৈধ সম্পর্ক জানতে পারে এলাকার লোকজন ঘটনাটি জানাজানি হতেই গ্রামের মধ্যে সালিশি সভা করা হয় এবং বেশ কয়েক বছর ধরে তাদের সংসারের মধ্যে কোনরকম ঝামেলা ছিলনা এরইমধ্যে গত দুই থেকে আড়াই মাস ধরে শুরু তাদের সেই অবৈধ সম্পর্ক ঘটনাটি টের পেয়ে রাজিব তার স্ত্রীকে বুঝানোর চেষ্টা করে ব্যর্থ হয় গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে এরইমধ্যে রাজীবের স্ত্রী গীতা লস্কর বাড়ি ছেড়ে বেলুয়ারচর স্থিত বাবার বাড়িতে আশ্রয় নেয় স্ত্রী ছেড়ে চলে যাওয়ায় অপমানে রাজিব বেশ কয়েকটি ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করে এবং বেশ কয়েকদিন আগরতলা জিবি হাসপাতাল চিকিৎসারত অবস্থায় থাকে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গত 2 তারিখ সে সোজা চলে যায় ভেলুয়ার চর স্থিত শশুর বাড়িতে অর্থাৎ তার স্ত্রীর কাছে এবং কয়েকদিন শ্বশুরবাড়িতে থাকার পর গত 19 তারিখ রাজীবের শ্বশুরবাড়ি থেকে খবর আসে রাজীবকে পাওয়া যাচ্ছে না অনেক খোঁজাখুঁজি করার পর বক্সনগর কলমছৌড়া থানা এবং রানির বাজার থানাতে মিসিং ডায়েরি করা হয় কিন্তু আজ 12 দিন অতিক্রান্ত হয়ে গেল রাজীবের কোন প্রকার খোঁজ না পাওয়ায় রাজীবের পরিবারের মধ্যে সন্দেহ বাড়তে থাকে পরিবারের দাবি রাজীবকে তার স্ত্রী এবং শিপন দাস মিলে খুন করেছে এবং পুলিশের কোন প্রকার তদন্ত করছে না বলে জানান তারা।

Exit mobile version