Site icon janatar kalam

স্বনির্ভর যোজনা ব্যবসায়ীদের জন্য বিশেষ অভিযান আজ থেকে শুরু

জনতার কলম, এিপুরা, উদয়পুর প্রতিনিধি :- তিন দিন ব্যাপী স্বনির্ভরতা আত্ম বল এবং আত্মবিশ্বাস দ্বারাই সম্বব l প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী স্বনির্ভর যোজনা শহরের ব্যবসায়ীদের জন্য বিশেষ অভিযান আজ থেকে শুরু হয়েছে l নগর উন্নয়ন দপ্তর ও উদয়পুর পুর পরিষদ উদ্যোগে উদয়পুর রাজর্ষি কলাক্ষেত্রে আজ এই শিবিরের উদ্ভোদন করেন উদয়পুর পুর প্রধান শীতল চন্দ্র মজুমদার l এইদিন হকার ,ক্ষুদ্র ব্যবসায়ী ,শিল্প ,ট্রেড লাইসেন্স ,জিএসটি , ব্যাঙ্ক,436 জন হকারকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট প্রদান করা হয়েছে lগত দুই মাসে আরও ৯২ জন হকার হিসেবে কাজ করার জন্য আবেদন করেছেন lএছাড়া অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন পুর পরিষদের ভাইস চেয়ারম্যান অনুপম চৌধুরী ,মহকুমা শাসক অনিরুদ্ধ রায় ,পুর পরিষদের সহকারী কার্য নির্বাহী আধিকারিক কিরীট মোহন সরকার সহ ১ থেকে ৭ নম্বর বোর্ডের কউন্সিলার , সাতটি বোর্ডের ব্যবসায়ী গণ l

Exit mobile version