জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ-শুক্রবার ভানুঘোষ স্মৃতি ভবনে সিপিআইএম রাজ্য কমিটির উদ্যোগে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। এক দিনের বৈঠকে সিপিআইএম রাজ্য কমিটির সদস্য অমিয় চক্রবর্তী রাজ্যের সাংবাদিকদেরও সোশ্যাল মিডিয়া বন্ধুদের প্রতি প্রশ্ন রাখেন রাজ্যের বর্তমান অবস্থা নিয়ে তাছাড়া উদয়পুরে বাইক আরোহী দুষ্কৃতীদের দ্বারা হামলা, শহরতলী পশ্চিম প্রতাপগড় এলাকায় ৮৫ বছরের এক বৃদ্ধার উপর যে হামলা সংঘটিত হয়েছে তার তীব্র নিন্দা জানান পাশাপাশি মানুষের গণতান্ত্রিক অধিকার ও বাক স্বাধীনতার অধিকার কেড়ে নিয়েছেন রাজ্য সরকার সাংবাদিক সম্মেলন থেকে এই প্রশ্ন রাখেন তিনি।