জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- গতকাল রাজ্যের প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিত সিনহা উপর বিজেপি দুষ্কৃতীদের হামলার প্রতিবাদ জানিয়ে এবং নেতাদের সিকিউরিটি বৃদ্ধি করা ও দুষ্কৃতীদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবিতে আগরতলা পোস্ট অফিস চৌমুহনী এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে। এ দিনের কর্মসূচি থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস বক্তব্য রাখতে গিয়ে শাসক দলের দুষ্কৃতীদের দাঁড়া বিরোধী দলের নেতা মন্ত্রীদের উপর এধরণের আক্রমণে তীব্র নিন্দা জানান এবং তিনি সরকারের কাছে দাবী রাখে দোষীদের গ্রেপ্তার করে প্রকৃত শাস্তি প্রদান করা এবং সরকার যদি এই নিয়ে কোনো ধরনের পদক্ষেপ না নেয় তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি। এদিন এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্র নেতা সম্রাট রায় সহ অন্যান্য কংগ্রেসের কর্মীবৃন্দরা।