জনতার কলম,এিপুরা,উদয়পুর প্রতিনিধি :- রেগার মজুরি বৃদ্ধি, ২০০ দিন রেগা,টুয়েপের কাজ সহ আয়কর দেয়না এমন পরিবারকে মাসে ৭৫০০ টাকা প্রদান সহ ১৬ দফা দবিতে আজ দাবি দিবস পলন করলো সি পি এম উদয়পুর বিভাগীয় কমিটি l এই আন্দোলন কর্মসূচি শেষ করে বাড়ি যাওয়ার পথে একেবারে রাধাকিশোর পুর থানার পাশে উদয়পুর পুর পরিষদের অফিসের সামনে আক্রান্ত হয় বিরোধী দলের দুই কর্মী l বিধায়ক রতন ভৌমিক অভিযোগ করেন শাসক দলের কর্মী দ্বারা তারা আক্রান্ত হয়েছে l তারা পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে l এদিকে উদয়পুর বেকার চা ঘরের ভিতরে ঢুকে দোকানের জিনিসপত্র ভেঙে দেয় ওই শাসক দলের দুই দুষ্কৃতীরা l একই জায়গায় পর পর দুইটি ঘটনা কে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে উদয়পুরে lমোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ l পরিস্থিতি উত্তেজনা পূর্ণ l বিরোধী দলের কর্মীরাও পাল্টা প্রতিরোধ গড়ে তোলার জোড় প্রস্তুতি নিচ্ছে l পুলিশ শাসক দলের দুস্কৃতিদের নিয়ন্ত্রণে ব্যর্থ l দাবি বিরোধী দলের বিধায়ক রতন ভৌমিকের l