Site icon janatar kalam

নেশা মুক্ত ত্রিপুরায় নেশায় কেড়ে নিলো আর একটি তাজা প্রাণ

জনতার কলম, এিপুরা, আগরতলা,প্রতিনিধি :- আমতলী থানার অন্তর্গত কাঠালতলী হটাৎ কলোনির ২৫ বছর বয়সের এক যুবক ফাঁসিতে আত্মহত্যা করে। বাড়ির পাশের রাবার বাগান থেকে উদ্ধার করা হয় তার ঝুলন্ত মৃত দেহ। জানা যায় মৃত যুবকের নাম সনিষ্ট ঋষি দাস, পেশায় সে একজন রিক্সা চালক। নেশা করে থাকতো সারাদিন বলে জানায় তার বাবা। গতকাল টাকার অভাবে নেশা সামগ্রী কিনতে না পেরে আত্মহত্যার পথ বেঁচে নেয় বলে ধারণা করা হচ্ছে। মৃতের স্ত্রী ও এক মেয়ে আছে। আমতলী থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর কেস রেজিস্টার করা হয়েছে। মৃতদেহ ময়না তদন্দের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Exit mobile version