জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- বিগত ৭-৮ মাস আগে টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন ১০৯৪ জন ছাত্রছাত্রী। তাদের সার্টিফিকেটের মেয়াদ আর কিছুদিন বাকি রয়েছে এতদিন গড়িয়ে গেলেও রাজ্য সরকারের পক্ষ থেকে তাদের জন্য কোন কিছু করা হয়নি। তারই পরিপ্রেক্ষিতে আজ টেট উত্তীর্ণরা রাজ্যের শিক্ষা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকের সাথে ডেপুটেশনে মিলিত হন। শিক্ষা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক এ বিষয়ে অবগত থেকে তাদের জন্য কিছু ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন বলে জানালেন টেট উত্তীর্ণরা।