Site icon janatar kalam

রাস্তার বেহাল দশা, সারাইয়ের দাবি সরকারের কাছে

জনতার কলম,ত্রিপুরা,কাঞ্চনপুর প্রতিনিধি:- কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত দুই কিলোমিটার নেতাজি নগর স্কুলে যাওয়ার আগে একটি রাস্তা দীর্ঘদিন যাবৎ বেহাল দশায় পরিণত হয়ে রয়েছে। ভোট আসলে নেতা-মন্ত্রীরা আশ্বাস দিলেও বৈতরণী পার হলে কোন খোজ খবর নেই,সরকার আসে যায় রাস্তার কোন পরিবর্তন নাই এমনই মনে করেন ওই এলাকার লোক জনেরা। এলাকায় প্রায় তিনশোর মত পরিবারের বসবাস । জানা যায় রাস্তার জন্য খুবই অসুবিধায় ভোগছেন। এমনকি ছাত্র ছাত্রীরা স্কুলে যেতে খুবই অসুবিধা হয় ।গর্ভবতী মহিলাদের হাসপাতালে নিতে গেলে কাঁধে করে নিয়ে মেইন রোডে তুলতে হয় । তবে এই অবস্থায় এলাকাবাসীর দাবি বর্তমান সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যাতে উনাদের রাস্তাটি দ্রুত গতিতে মেরামত করা হয়। তাহলে ওই এলাকাবাসী অনেক উপকৃত হবেন বলে জানান । দীর্ঘদিন যাবত ওই রাস্তা কাঁচা থেকে ইটসোলিং হওয়ার পরও বিভিন্ন জায়গায় ইট সোলিং পর্যন্ত নেই । এমত অবস্থায় এলাকা বাসির আশা কবে তাদের কপালে পিচ রাস্তার স্বপ্ন পূর্ণ হবে ?

Exit mobile version