Site icon janatar kalam

আসছে বছর আবার হবে আগামীতে অনেক সুখ শান্তি ও মঙ্গল কামনা নিয়ে আসবেন বাবা গণপতি এই আশা রেখে বিদায় দেওয়া হল গণপতি বাবাকে

জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- ভগবান গণেশ, যিনি গণপতি, বিঘ্নেশ্বর, বিনায়ক এবং যিনি সহস্র অর্থবহ নামে পরিচিত, তিনি ভদ্রপদে শুক্লপক্ষের চতুর্থী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন। বিশ্বব্যাপী ভক্তরা ভগবান শিব এবং মাতা পার্বতীর পুত্র গণেশের জন্মবার্ষিকী উপলক্ষে গণেশ চতুর্থী পূজা করেন। গনেশ পূজা বাণিজ্যিক প্রতিষ্ঠানের পাশাপাশি প্যান্ডেলগুলিতে হয়। অন্যান্য বছর গণেশ পুজো কে কেন্দ্র করে বড় পরিসরে পুজো করে থাকলেও এ বছর মহামারী করোনাভাইরাস এর জেরে বাবা গনেশ পূজিত হলেন ক্ষুদ্র পরিসরে এবছর গণপতি বাপ্পার কাছে সমগ্র দেশবাসীর প্রার্থনা এই মহামারী করোনা ভাইরাস থেকে গোটা দেশকে মুক্তি পাওয়ার লক্ষ্যে আগামী বছর করোনা ভাইরাস থেকে মুক্তি পেয়ে গনপতি বাবা কে বড় পরিসরে পূজো দেওয়ার আশা রেখে বিদায় দেওয়া হল গণপতি দেবতা কে। আগামী বছর অনেক মঙ্গল ও সুখ-শান্তি নিয়ে আসবে বলে বিশ্বাস করেন ভক্তজনেরা।

Exit mobile version