Site icon janatar kalam

উপজাতি গরিব ছাত্র-ছাত্রীদের বিজ্ঞপ্তি অনুযায়ী কোর্স কমপ্লিট করিয়ে দেওয়ার দাবিতে উপজাতি কল্যাণ দপ্তরের দ্বারস্থ ছাত্রছাত্রীরা

জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- বিগত দুবছর আগে উপজাতি অংশের ছাত্র-ছাত্রীদের জন্য বি এড এবং ডি-লেড কোর্সে রাজ্য সরকারের পক্ষ থেকে বহি রাজ্যে গিয়ে পড়াশোনা করার বিজ্ঞপ্তি দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে কোর্সের সমস্ত ফি রাজ্য সরকার ও ট্রাইবেল ওয়েলফেয়ার দপ্তর বহন করবে বলে জানানো হয়েছিল। তা দেখে রাজ্যের উপজাতি ছাত্রছাত্রীরা সেখানে গিয়ে ভর্তি হয়। কিন্তু পড়াশোনা চালিয়ে যাওয়ার এক বছর পর তাদেরকে পরের বছরের সেমিস্টার ফি দেওয়ার জন্য সেই কলেজ থেকে চাপ দেওয়া হলে ছাত্র-ছাত্রীরা উপজাতি কল্যাণ দপ্তর তাদের সেমিস্টার ফি বিজ্ঞপ্তি অনুযায়ী পূরণ করে দেওয়া অর্থাৎ তাদের পড়াশোনার খরচ বহন করে তাদের কোর্স কমপ্লিট করিয়ে দেওয়া দাবি নিয়ে উপজাতি কল্যাণ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এর নিকট দ্বারস্থ হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিন এক উপজাতির ছাত্র জানান এরা সকলেই গরিব পরিবার থেকে এসেছে এবং এই ফি বহন করা তাদের পক্ষে সম্ভব নয় তাই সরকারের কাছে আবেদন বিজ্ঞপ্তি অনুযায়ী যেন তাদের কোর্স কমপ্লিট করিয়ে দেয়া হয়।

Exit mobile version