জনতার কলম, এিপুরা,উদয়পুর প্রতিনিধি :- উদয়পুর ধ্বজনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় শনিবার সিপিআইএম দলের 15 পরিবারের 55 জন ভোটার বিজেপিতে যোগদান করে। দলত্যাগীদের মধ্যে এদিন অন্যতম ছিলো প্রাক্তন সি আই টি ইউ অঞ্চল সম্পাদক নেপাল শর্মা। এদিন দলত্যাগীদের দলে বরন করে নেন মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোমতী জেলা সভাধিপতি স্বপন অধিকারী, রাধাকিশোরপুর মন্ডল সভাপতি প্রবীর দাস প্রমুখ। নবাগতদের এদিন শুভেচ্ছা জানান মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়।