Site icon janatar kalam

১৬ দফা দাবি নিয়ে বাড়ি বাড়ি প্রচার অভিযানের সিপিআইএম রাজ্য কমিটি

জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- সিপিআইএম কেন্দ্র কমিটির ডাকে ১৬ দফা দাবি নিয়ে সাত দিনব্যাপী বাড়ি বাড়ি প্রচার অভিযানে বের হলো সিপিআইএম। দাবিগুলোর মধ্যে অন্যতম হল যে সমস্ত পরিবার আয় করবেন না তাদের পরিবার পিছু সাড়ে সাত হাজার টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা, রেগার কাজ ও মজুরি বৃদ্ধি করা, তাছাড়া যে সমস্ত পরিযায়ী শ্রমিক রয়েছে যাদের ঘরে কাজ নেই তাদের প্রতি বিশেষ উদ্যোগ গ্রহণ করা ইত্যাদি। সপ্তাহব্যাপী বাড়ি বাড়ি প্রচার অভিযানে বেরিয়ে প্রাক্তন ডি ওয়াই এফ আই রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী বক্তব্য রাখতে গিয়ে জনগণের মধ্য থেকে সরকার বিরোধী আওয়াজ এবং সরকারের জন্য যে তাদের ঘৃণা সে ঘৃনা পরিস্ফুট হয়েছে বলে জানান তিনি। তাছাড়া এদিনের এই কর্মসূচিকে ঘিরে জনগণের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়েছে বলে জানান তিনি।

Exit mobile version