জনতার কলম, এিপুরা, উদয়পুর প্রতিনিধি :- সাড়ে তিন বছর প্রেমের দাবি নিয়ে প্রেমিকার বাড়ির সামনে ধর্নায় বসল এক যুবক। ঘটনা উদয়পুর বন্দুয়ার দুর্গাবাড়ি ডিডাব্লিউ এস কোয়ার্টারের সামনে।ঘটনা প্রসঙ্গে জানা যায কল্যাণপুর থেকে প্রেমিক তার পরিবারকে নিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে প্রেমিকার বাড়িতে গেলে মেয়ের পরিবার অপমানিত করে বের করে দেয় বলে জানায় প্রেমিক। পরবর্তী সময়ে পোস্টারিং হাতে নিয়ে রাস্তার পাশেই ধরনায় বসে প্রেমিক। খবর পেয়ে মেয়ের পরিবারের ও এলাকার রাজনীতিবিদ ধন্যা থেকে উঠে যাওয়ার জন্য হুমকি ও মারধর করে। মুহুর্তের মধ্যে ঘটনাস্থলে উত্তেজনা বিরাজ করে, ছুটে যায় আর কে পুর থানা পুলিশ ও মহিলা থানার পুলিশ।