রাজ্যে রক্তস্বল্পতা বেড়েই চলছে তা দেখেই রাজধানীর মেলারমাঠস্থিত ছাত্র যুব ভবনে এক রক্তদান শিবিরের আয়োজন করল ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন । রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিপিআইএম পশ্চিম জেলা সম্পাদক পবিত্র কর, সিপিআইএম রাজ্য কমিটির সদস্য অমল চক্রবর্তী ও ডি ওয়াই এফ রাজ্য সম্পাদক নবারুণ দিবস অন্যান্য নেতৃবৃন্দ । এদিনের শিবিরে বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম পশ্চিম জেলা সম্পাদক পবিত্র কর রক্তস্বল্পতা রোধে রক্তদানের গুরুত্ব তুলে ধরেন এবং রাজ্যের মুমুর্ষ রোগীদের সাহাৰ্য্যাথে যুব ফেডারেশনের দ্বারা একটি সাইট চালু করার ও কথা জানান তিনি ।