Site icon janatar kalam

ধর্মনগর পূর্ব বাজারে ড্রেনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে আছে এক ব্যক্তি

জনতার কলম,ত্রিপুরা,ধর্মনগর :- সোমবার মাঝরাতে ধর্মনগর দমকল বাহিনীর কাছে খবর আসে যে ধর্মনগর পূর্ব বাজারে ড্রেনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে আছে এক ব্যক্তি ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং ওই ব্যক্তিকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয় সেখানে ওই ব্যক্তির চিকিৎসা চলে সোমবার রাত থেকে মঙ্গলবার সন্ধ্যা অবধি । অবশেষে মঙ্গলবার রাতে পরলোকগমন করেন ওই ব্যক্তি তারপর খবর যায় ধর্মনগর থানায় খবর পেয়ে ধর্মনগরনগর থানার অফিসার জান। এবং জানতে পারেন আজ বিকাল অব্দি উনার কোনো আত্মীয়-স্বজন এবং বন্ধুবান্ধব আসেননি এবং উনার নাম কেউ জানেনা তাই উনার মৃতদেহ ধর্মনগর মর্গে রাখা হয় 72 ঘণ্টা অপেক্ষা করে যদি কোন পরিচয় না মিলে তারপর। উচ্চ অধিকর্তা দের সাথে কথা বলে যা করণীয় তা করবেন এমনটাই বললেন তদন্তকারী অফিসার।

Exit mobile version