Site icon janatar kalam

শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবের আরাধনা ব্রতী হল শিব ভক্তরা

জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- শিব হলেন হিন্দু ধর্মাবলম্বীদের সর্বোচ্চ দেবতা। সনাতন ধর্মের শাস্ত্রসমূহে তিনি পরমসত্ত্বা রূপে ঘোষিত। শিব সৃষ্টি-স্থিতিলয়রূপ তিন কারণের কারণ, পরমেশ্বর- এটা তার প্রণাম মন্ত্রেই বার বার উঠে এসেছে। তিনি জন্মরহিত, শাশ্বত, সর্বকারণের কারণ। ভগবান শিব আমাদের রাজ্যের বিভিন্ন জাতিগোষ্ঠীর লোকেদের কাছে বিভিন্ন রূপে পূজিত হয়ে থাকেন। তাই আজ শ্রাবন মাসের শেষ সোমবারে শিবের আরাধনা ব্রতী হওয়ার লক্ষে খয়েরপুর হাওড়া নদী থেকে জল তুলে এনে রাজধানীর বিভিন্ন শিব মন্দিরে শিবের মাথায় জল ঢেলে নিজেদের এবং সমাজের সকল অংশ মানুষের মঙ্গল কামনার্থে শিবের আরাধনায় ব্রতী হলেন ভগবান শিবের ভক্ত বৃন্দরা।

Exit mobile version