জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- দীর্ঘক্ষন বৈদ্যুতিক লাইনে দাঁড়িয়ে বৈদ্যুতিক বিল পেমেন্ট করা থেকে মুক্তির পথ বের করে আনল রাজ্যের বিদ্যুৎ নিগম। অত্যাধুনিক প্রযুক্তিতে জনগণের স্বার্থে সুবিধার্থে চালু করা হলো প্রিপেড বিলিং পরিষেবা। যার মাধ্যমে মানুষ ঘরে বসে বসেই বৈদ্যুতিক বিল পেমেন্ট দিতে পারবেন। এদিনের অনুষ্ঠানটির আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা মহোদয়। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপমুখ্যমন্ত্রী জনগণের স্বার্থে মানুষের যাতে হেনস্তার শিকার হতে না হয় এবং বিল বেশি এসেছে বা কম এসেছে সেই অভিযোগ যেন না আসে সেদিকে লক্ষ্য রেখে বিদ্যুৎ নিগমের এই অভিনব উদ্যোগ বলে জানান তিনি। তাছাড়া রাজ্যে প্রায় বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় দেড় লক্ষ প্রিপেড বিলিং সিস্টেম চালু হবে বলেও জানান তিনি। পাশাপাশি আগামী দিনে প্রিপেইড কার্ড গুলো যেন রাজ্যের বিভিন্ন দোকানে পাওয়া যায় সেদিকেও লক্ষ্য রাখছেন বলে জানান তিনি। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যুৎ নিগমের কর্মকর্তারা।