জনতার কলম, এিপুরা,উদয়পুর প্রতিনিধি :- রাজ্যের তৃতীয় এই সৌর শক্তি চালিত হিমঘরটি গড়ে উঠেছে উদয়পুর মহকুমার ছাতারিয়া এলাকায় কৃষক বন্ধু কেন্দ্র কাছে l ছয় মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন এই হিমঘরটি আজ থেকে চালু হওয়ায় উদয়পুর এলাকার কৃষকদের উৎপাদিত সবজি ও ফল রাখার সুবিধা হয়েছে l একজন কৃষক চারদিন কুড়ি কেজি করে সবজি বা ফল এই হিমঘরে রাখতে পারবে l কৃষকদের সকাল 5টা থেকে 9টা ও বিকাল 4টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই হিমঘর খোলা থাকবে l প্রতিদিন আড়াই টাকা দিতে হবে দপ্তরকে l আজকের উদ্ভোধনী অনুষ্ঠানে মন্ত্রী ছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টেপানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন ঝর্ণা দাস ,উদ্যান ও ভূমি সংরক্ষণ দপ্তরে অধিকর্তা ড. ফনি ভূষণ জমাতিয়া ,জেলা উদ্যান আধিকারিক দীপঙ্কর দেব,উদয়পুর উদ্যান আধিকারিক দেবাশিস সাহা প্রমূখ l