জনতার কলম,এিপুরা,উদয়পুর প্রতিনিধি :- স্বাধীনতা দিবসের দিনেও এক ব্যক্তির মৃত দেহ উদ্ধার। মৃত্যু ব্যক্তির নাম পুলিন দেবনাথ (৫৬) মৃত্যু ব্যক্তির বাড়ি উদয়পুরে বন্দোয়ারে তালমাইছড়া এলাকায়। উদয়পুরের কেনেলের পার এই মৃত্য ব্যক্তিকে পাওয়া যায়। এইটা খুন না আত্মহত্যা তা তদন্ত করে বেরিয়ে আসবে বলে মনে করছে গ্রামবাসীরা। এদিকে এই মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়।