Site icon janatar kalam

সুস্থ পরিবেশ ও রাস্তা মেরামতের দাবি জানিয়ে পথ অবরোধে বসল এলাকাবাসীরা।সমস্যা দূরীকরণের আশ্বাস ১৮ সূর্যমণিনগরের জেলা পরিষদ

সুস্থ পরিবেশ ও রাস্তা মেরামতের দাবি জানিয়ে পথ অবরোধে বসল এলাকাবাসীরা । ঘটনা মধ্য ডুকলির ঘোষ পাড়া এলাকায়। ঘটনা সূত্রে জানা যায় গত দুমাস আগে রাস্তা মেরামতের জন্য রাস্তার দুপাশে মাটি ফেলা হয়েছিল তারপর থেকে রাস্তা দিয়ে যখন কোন গাড়ি যায় তখন ধুল উড়ে পরিবেশ দূষিত হচ্ছে ফলে মানুষ অসুস্থ হচ্ছে প্রতিনিয়তই । আজকের পথ অবরোধ থেকে এলাকাবাসীরা দাবি জানায় রাস্তায় প্রতিদিন দুবেলা জল দেওয়া ও সুষ্ঠ পরিবেশ রক্ষা করা। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান ১৮ সূর্যমণিনগরের জেলা পরিষদ সঞ্জীবন দাস । পরে জেলা পরিষদের কাছ থেকে সমস্যা দূরীকরণের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেয় এলাকাবাসীরা ।

Exit mobile version