জনতার কলম প্রতিনিধি, ত্রিপুরা, আগরতলাঃ- ৭৪ তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে রাজধানির সার্কিট হাউজস্থিত জাতির জনক মহাত্মা গান্ধীর মূর্তির পাদদেশে রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথের উপস্থিতিতে শহীদদের শ্রদ্ধা জানিয়ে জাতিয় পতাকা উত্তোলনের মাধ্যমে স্বাধীনতা দিবসের এই দিনটিকে স্মরন করা হল।এদিনের অনুষ্ঠান থেকে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষা মন্ত্রী আমাদের দেশের জাতীয় পতাকার তিনটি রঙের গুরুত্ব তুলে ধরেন। তাছাড়া এই দিন রাজধানীর গান্ধী ঘাট এবং পোস্ট অফিস চৌমুহনী স্থিত শহীদদের বেদীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ।