জনতার কলম প্রতিনিধি, ত্রিপুরা, আগরতলাঃ- গোটা দেশের সাথে রাজ্যের বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও সরকারি নির্দেশিকা মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে পালন করা হলো ৭৪তম স্বাধীনতা দিবস। এদিন অনুষ্ঠান থেকে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের সভাপতি মৃণাল কান্তি বিশ্বাস স্বাধীনতা দিবস উদযাপনের মধ্য দিয়ে রাজ্যে করোণা সংক্রমিত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করেন৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদকসহ সংগঠনের অন্যান্য কার্য কর্তারা।